No Internet Connection !

নীলফামারী জেলা পরিচিতি

প্রশ্ন: নীলফামারী জেলা প্রতিষ্ঠিত হয় কবে? উ: ১৯৮৪ সালে।
প্রশ্ন: নীলফামারী জেলার সীমানা কি? উ: নীলফামারী জেলার সীমানা:

✅ উত্তরে: ভারতের পশ্চিমবঙ্গ

✅ দক্ষিণে: দিনাজপুর ও রংপুর

✅ পূর্বে: লালমনিরহাট

✅ পশ্চিমে: দিনাজপুর ও পঞ্চগড় জেলা


প্রশ্ন: নীলফামারী জেলার আয়তন কত? উ: ১৬৪৩.৪০ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: নীলফামারী জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি? উ: চেতনা নীলফামারী।
প্রশ্ন: নীলফামারী জেলার গ্রাম কতটি? উ: ৩৭০ টি।
প্রশ্ন: নীলফামারী জেলার কতটি ইউনিয়ন রয়েছে? উ: ৬০ টি।
প্রশ্ন: নীলফামারী জেলার উপজেলা/থানা কতটি ও কি কি? উ: ৬ টি। নীলফামারী সদর, কিশোরগঞ্জ, ডোমার, জলঢাকা, ডিমলা ও সৈয়দপুর।
প্রশ্ন: নীলফামারী জেলার পৌরসভা কতটি? উ: ৪ টি। (নীলফামারী, সৈয়দপুর, ডোমার, জলঢাকা)।
প্রশ্ন: নীলফামারী জেলার নদ-নদী কি কি? উ: তিস্তা, ঘাঘট, যমুনাশ্বরী, বুড়ি নদী ইত্যাদি।
প্রশ্ন: নীলফামারী জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি? উ: বস্ত্র শিল্প, রেলপথ সংযোজন শিল্প।
প্রশ্ন: নীলফামারী জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি? উ: রাজা ধর্মপালের গড় (দুর্গ) ও তার রাজবাড়ির ধ্বংসাবশেষ (অষ্টাদশ শতাব্দী, জলঢাকা), বিরাট দীঘি (বর্তমান নাম নীলসাগর), নীলকুঠি (নীলফামারী সদর), নট সেটেলমেন্ট (কারাগার ১৯৭১), সৈয়দপুর গির্জা (১৮৯৩), ডিমলা, রাজবাড়ি, রাজা হরিশ্চন্দ্রের রাজবাড়ির ধ্বংসাবশেষ (নবম শতাব্দী, জলঢাকা), তিন গম্বুজবিশিষ্ট ভেড়ভেড়ী জামে মসজিদ (অষ্টাদশ শতাব্দী, কিশোরগঞ্জ উপজেলা)।
প্রশ্ন: নীলফামারী জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা? উ: রথিন্দ্রনাথ রায়, আসাদুজ্জামান নূর (অভিনেতা ও রাজনীতিবিদ), ডা: জাহিদ প্রধান, মশিউর রহমান যদু মিয়া (রাজনীতিবিদ), অধ্যক্ষ মোহাম্মদ মুসা (শিক্ষাবিদ)।
তথ্যসূত্র: nilphamari.gov.bd
top
Back
Home
Gsearch